• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাশিয়াকে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে উ. কোরিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০২৩, ১৫:৪৯
আন্তর্জাতিক ডেস্ক

চলমান ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া রাশিয়াকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৪ অক্টোবর) এ অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি অভিযোগ করে বলেন, রাশিয়াকে এক হাজার কনটেইনার ‘সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র’ সরবরাহ করেছে পিয়ংইয়ং।

একটি ছবি প্রকাশ করে মার্কিন কর্মকর্তারা বলেন, উত্তর কোরিয়ার নাজিনে ৩০০টি কনটেইনার জড়ো করা হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা বলেছে, ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া।

শুক্রবার (১৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে কিরবি বলেন, ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে তিখোরেটস্কের একটি ডিপোতে সাগর ও রেলপথে সরঞ্জামগুলো পাঠানো হয়েছে।

সরবরাহ করা যুদ্ধাস্ত্রের ধরণ উল্লেখ করেননি কিরবি। তবে যুক্তরাষ্ট্র এর আগেও মস্কোর বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের কাছ থেকে রকেট ও কামানের গোলা কেনার অভিযোগ তুলেছিলো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

যুক্তরাষ্ট্র,উত্তর কোরিয়া,রাশিয়া,সরঞ্জাম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close